১৯৭৪ সালের ফেব্রম্নয়ারি মাসে জাতীয় সংসদে গৃহীত ‘‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ্যাকট ১৯৭৪’’ (এ্যাকট নং ৩১ অফ ১৯৭৪) অনুসারে বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠিত হয়।
একাডেমীর সৃষ্টির মূল উদ্দেশ্য ও কার্যাবলী:
শিল্পকলা একাডেমীর সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে : জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধন। সংস্কৃতির তথা শিল্পকলার ঐতিহ্যগত বিষয়ে গবেষণা, দুঃস্থ ও গুণীশিল্পীকে সাহায্য প্রদান, বেসরকারী বিভিন্ন সাংস্কৃতিক সংস্থাকে অনুমোদন দান অথবা শিল্পকলা একাডেমীর সাথে সমন্বয় সাধন। দেশে এবং জাতীয় সংস্কৃতিকে তুলে ধরা এবং ঐতিহ্যপূর্ণ লোক সংস্কৃতি সংরক্ষণ একাডেমীর অন্যতম দায়িত্ব।
জেলা শিল্পকলা একাডেমী গঠন:
সাংস্কৃতিক কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ ঢাকা মহানগরী ব্যতীত দেশের ৬৩ জেলায় জেলা শিল্পকলা একাডেমী প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে জেলা শিল্পকলা একাডেমী গুলো একটি কার্যনির্বাহী কমিটি কর্ত্ক পরিচালিত হয়। জেলা প্রশাসক পদাধিকার বলে উক্ত কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সরকার কর্তৃক নিযুক্ত একজন জেলা কালচারাল অফিসার একাডেমীর প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠার উদ্দেশ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী বিভিন্ন জাতীয় ও আমত্মর্জাতিক দিবসসমূহ যথাযথ মর্যাদায় পালন করে থাকে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS